ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৩৬

ভোট পুনর্গণনাতে জর্জিয়ায় বাইডেনের জয় 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৮ ১৪ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জর্জিয়ায় ভোট পুনর্গণনাতেও জয়ী হয়েছেন।  তার মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৩০৬টি। ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।

১৯৯২ সালের পর প্রথম কোন ডেমোক্র্যোট প্রার্থী জর্জিয়াতে জয় পেয়েছেন। এদিকে নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্প  জিতেছেন। এরফলে ট্রাম্প মোট ২৩২টি ইলেকটোরাল ভোট পেল।

২০১৬ সালের নির্বাচনে একই ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। তখন এটিকে নিরঙ্কুশ বিজয় বলে ঘোষণা করেছিলেন তিনি। তবে এবারের নির্বাচনে এখনও পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প।

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করেছে রিপাবলিকানরা। যদিও এখন পর্যন্ত এর কোনও প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। অ্যারিজোনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জয় অনেকটা সুনিশ্চিত দেখে গত শুক্রবার মামলা করেছে ট্রাম্পের দল। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় জর্জিয়ায় আবারও ভোট গণনা চলছে। যদিও বাইডেন শিবিরের বিশ্বাস, এতে নির্বাচনের ফলাফলে কোনও পরিবর্তন ঘটবে না।পরাজয় মেনে নিতে অস্বীকার এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগে ক্রমেই চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর